ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ , ০৮:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

টানা বৃষ্টির পর বান্দরবানের আলাদা আলাদা জায়গায় পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।  

বিজ্ঞাপন

সোমবার রাত ২টার দিকে আগাপাড়া, কালাঘাটা ও জেলেপাড়ায় পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, টানা বৃষ্টির কারণে সোমবার রাতের এসব দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন, শহরের লেমু ঝিড়ি জেলেপাড়া এলাকার কামরুন্নাহার বেগম (৪০), তার মেয়ে সুখিয়া বেগম (৮), কালাঘাটা এলাকার রেবা ত্রিপুরা (২২), লেমু ঝিড়ি আগাপাড়া এলাকার শুভ বড়ুয়া (৮), মিতু বড়ুয়া (৬) ও লতা বড়ুয়া (৫)।

স্থানীয়রা জানায়, টানা বর্ষণের ফলে গভীর রাতে শহরের লেমু ঝিড়ি জেলেপাড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়লে মা কামরুন্নাহার বেগম ও মেয়ে সুখিয়া বেগম মারা যায়। এ সময় কামরুন্নাহারের স্বামী আবদুল আজিজও গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

অপর দিকে লেমু ঝিড়ি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে তিন শিশু সন্তান মিতু, শুভ ও লতার মৃত্যু হয়। অন্যদিকে শহরের কালাঘাটা এলাকার কবরস্থানের পাশে ঘরের ওপর মাটি চাপা পড়ে রেবা ত্রিপুরা নামে বান্দরবান সরকারি কলেজের ছাত্র নিহত হন। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হওয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটছে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |